spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাAbhishek Banerjee: ছবি তোলায় আগ্রহী ছিলেন না! আগেই শতদ্রুর আমন্ত্রণ এড়িয়ে যান...

Abhishek Banerjee: ছবি তোলায় আগ্রহী ছিলেন না! আগেই শতদ্রুর আমন্ত্রণ এড়িয়ে যান ফুটবলপ্রেমী অভিষেক

আদ্যন্ত ফুটবলপ্রেমী অভিষেক শুধুমাত্র মেসির কাছ থেকে বুট উপহার নেওয়া বা ছবি তোলায় আগ্রহী ছিলেন না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

শনিবার যখন সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসিকে নিয়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনা, সেখানে দেখা যায়নি প্রবল ফুটবল অনুরাগী তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দল ডায়মন্ড হারবার এফসি এ বছরই ডুরান্ড কাপের ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গলকে হারিয়ে। আই লিগ–টু চ্যাম্পিয়নও হয়েছে তাঁর দল। এ দিন মোহনবাগান লেজেন্ডস বনাম ডায়মন্ড হারবার এফসি–র একটি প্রদর্শনী ম্যাচও ছিল। তবে গোটা পর্বে ছিলেন না অভিষেক। সূত্রের দাবি, মেসিকে নিয়ে যাবতীয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত কিছুদিন আগে অভিষেকের সঙ্গে কথা বলেছিলেন এ দিন সল্টলেক স্টেডিয়ামে থাকার জন্য। মেসির সই করা বুট উপহার হিসেবে সাংসদের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু অভিষেক তাতে রাজি হননি।

আরও পড়ুনঃ পুজোর বোনাসও এখনও বাকি, বেতন ও মজুরি বকেয়া! কাজ হারালেন ১,০৭৬ জন; রাতের অন্ধকারে পালাল মালিক

অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ডায়মন্ড হারবারে মেসিকে এনে সেখানকার ফুটবলপ্রেমীদের জন্য কোনও কর্মসূচি করা যায় কি না, সেটা শতদ্রুর কাছে জানতে চেয়েছিলেন সাংসদ। কিন্তু মেসির শিডিউলের মধ্যে সেই রকম কোনও কর্মসূচি করার সুযোগ ছি‍ল না। সল্টলেক স্টেডিয়ামে মেসির সম্বর্ধনা পর্বের এই অনুষ্ঠান পর্বে থাকবেন না বলে আগেই জানান অভিষেক।

এ দিন যতটুকু সময় আধুনিক ফুটবলের মহাতারকা মেসি ছিলেন স্টেডিয়ামে, তার প্রায় পুরোটাই কেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠরা তাঁকে ঘিরেছিলেন, কেন এত টাকা খরচ করে স্টেডিয়ামে গিয়েও দেখা মিলল না মেসির, সেই ক্ষোভেই প্রবল বিশৃঙ্খলা দেখা দেয়।

আরও পড়ুনঃ ‘মা মাটি মানুষ’-এর সরকারের মেসিকে দেখতে ‘৩০ হাজারের টিকিট’! বাড়তি কী মিলত সর্বোচ্চ দামের টিকিটে?

অনেকেই বলছেন, আদ্যন্ত ফুটবলপ্রেমী অভিষেক শুধুমাত্র মেসির কাছ থেকে বুট উপহার নেওয়া বা ছবি তোলায় আগ্রহী ছিলেন না। মেসিকে সামনে রেখে সার্বিক ভাবে বাংলার ফুটবল বা ডায়মন্ড হারবারের উন্নয়নেই আগ্রহ ছিল অভিষেকের। মেসির ব্যস্ত শিডিউলে সেটা সম্ভব না–হওয়াতেই এ দিনের অনুষ্ঠানে সামিল হননি সাংসদ।

তা ছাড়া ফিল্ম ফেস্টিভাল হোক বা অন্য কোনও সরকারি অনুষ্ঠানেও সে ভাবে দেখা যায় না অভিষেককে। তাঁর ঘনিষ্ঠরা অনেকেই বলছেন, জনপ্রতিনিধি হিসেবে যেখানে তাঁর যাওয়া প্রয়োজন, সেটুকু ছাড়া এই ধরনের অনুষ্ঠান সচেতন ভাবেই এড়িয়ে চলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এই মুহূর্তে

আরও পড়ুন